ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য
ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ ইংরেজি ভাষার দুই প্রধান, পরস্পর বিনিময়যোগ্য এবং সর্বজনগ্রাহ্য উচ্চারণ -মডেল। এই দুটো মডেলের পার্থক্য সাধারণভাবে যতটা বেশি ভাবা হয় ততটা বেশি নয়। কেবলমাত্র গুটিকয়েক পার্থক্য রয়েছে ব্রিটিশ এবং আমেরিকার উচ্চারণের মধ্যে। একটি প্রধান পার্থক্য হলো র- এর উচ্চারণ। ব্রিটিশ উচ্চারণে vowel sound এর পরের r উচ্চারিত হয় না। (যদিও শব্দ শেষের r কখনো কখনো উচ্চারিত হয়)। তাই car এর ব্রিটিশ উচ্চারণ [কা :]। দুই vowel sound এর মধ্যবর্তী r উচ্চারিত হয়। যেমন : parents [প্যারান্ ট্ স] কিন্তু আমেরিকান উচ্চারণে সর্বত্র r এর উচ্চারণ হয়। আমেরিকান r ব্যঞ্জন ধ্বনি ও ব্রিটিশ r থেকে আলাদা। আমেরিকান r একটু জিহবা তালুর দিকে বাঁকিয়ে নিয়ে উচ্চারিত অর্থাৎ প্রতিবেষ্টিত (retroflex ) ধ্বনি। এছাড়া আরো কিছু কিছু পার্থক্য রয়েছে।
Comments
Post a Comment