রসায়ন পরিচিত (Introduction to Chemistry) নবম-দশম শ্রেণি

প্রাকৃতিক বিজ্ঞান ( Natural Science):
বিজ্ঞানের একটি শাখা হলো    প্রাকৃতিক  বিজ্ঞান  যেখানে যুক্তি দিয়ে, পর্যবেক্ষণ করে অথবা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাকৃতিক কোনো বিষয় সম্বন্ধে বোঝা বা ব্যাখ্যা দেওয়া বা সে সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করা     যায় ।
সহজ সংজ্ঞাঃ প্রাকৃতিক বিজ্ঞান , বিজ্ঞানের একটি শাখা যেখানে প্রাকৃতিক বিভিন্ন ঘটনাবলি বিষয়ে আলোচনা করা হয়।  

রসায়ন(Chemistry ):

রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা যেখানে পদার্থের গঠন, ধর্ম এবং পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। 
যেমনঃ কয়লা একটি পদার্থ, যার প্রধান উপাদান  কার্বন(C)  । 
কয়লাকে বাতাসের অক্সিজেন গ্যাস(O2)  এর উপস্থিতিতে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস (CO2)   ও তাপ উৎপন্ন হয় ।  

            
         

Comments

Popular posts from this blog

অ্যাসকি কোড (ASCII code)

ইউনিকোড(Unicode )

মুহম্মদ শাকিল সরকার

Amphibia -অ্যাম্ফিবিয়া

বসন্তের আগমন

Muhammad Shakil Sarker মোঃ শাকিল সরকার

Muhammad Shakil Sarker

About Muhammad Shakil Sarker