Posts

Showing posts from March, 2020

লক ডাউন - Lock Down কি?

Image
লক ডাউন(Lock Down) বা অবরুদ্ধকরণ কি? জরুরি অবস্থার প্রেক্ষিতে গৃহীত কঠোর ব্যবস্থাবিধি, যাতে কোনও নির্দিষ্ট অঞ্চলের সমস্ত লোককে ঐ এলাকা থেকে বাইরে যেতে বা বাইরে থেকে অন্য লোককে ঐ এলাকায় প্রবেশে বাধা দেওয়া হয়।

The old pictures of Muhammad Shakil Sarker

Image

ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণের পার্থক্য

Image
ব্রিটিশ এবং  আমেরিকান উচ্চারণ ইংরেজি  ভাষার দুই প্রধান, পরস্পর বিনিময়যোগ্য এবং সর্বজনগ্রাহ্য উচ্চারণ -মডেল। এই দুটো মডেলের পার্থক্য সাধারণভাবে যতটা বেশি  ভাবা হয় ততটা  বেশি  নয়। কেবলমাত্র  গুটিকয়েক পার্থক্য রয়েছে ব্রিটিশ এবং আমেরিকার  উচ্চারণের মধ্যে। একটি প্রধান পার্থক্য হলো র- এর উচ্চারণ। ব্রিটিশ উচ্চারণে    vowel sound এর পরের  r উচ্চারিত হয় না। (যদিও শব্দ শেষের r কখনো কখনো উচ্চারিত হয়)। তাই car এর ব্রিটিশ উচ্চারণ [কা :]। দুই vowel sound  এর মধ্যবর্তী r উচ্চারিত  হয়। যেমন : parents [প্যারান্ ট্ স] কিন্তু আমেরিকান উচ্চারণে সর্বত্র r  এর    উচ্চারণ হয়। আমেরিকান r ব্যঞ্জন ধ্বনি ও ব্রিটিশ  r থেকে আলাদা। আমেরিকান r একটু জিহবা তালুর দিকে বাঁকিয়ে নিয়ে উচ্চারিত অর্থাৎ প্রতিবেষ্টিত (retroflex ) ধ্বনি। এছাড়া আরো কিছু কিছু  পার্থক্য রয়েছে। 

About Muhammad Shakil Sarker

Image
     About Md. Shakil Sarker Muhammad Shakil Sarker was born in a respectable Muslim family on 10th February, 2001 in the village of Fulbaria of Kaliakair Upazilla under Gazipur district. At present, Muhammad Shakil Sarker is a student in the department of Pharmacy, Faculty of life science, Mawlana Bhashani Science and Technology University, Santosh-1902, Bangladesh. He occupied 1st position in the combined merit list in SSC examination from Akkel Ali High School, Fulbaria centre in 2016, and received KNB student welfare  Trust Award for this and passed HSC from Habez Uddin Sarkar College, Gazipur . He will have passed his Bachelor of Pharmacy and Master of Pharmacy degrees (with the first class in each) from the department of Pharmacy, Mawlana Bhashani Science and Technology University, Bangladesh. Muhammad Shakil Sarker will have obtained his Ph. D. degree from the University of Dhaka, Dhaka, Bangladesh. He worked as a tutor in the Tuition BD, Gazipur, Ban...